আমাদের সম্পর্কে

সূচনাঃ 

দেশের সর্বস্তরের মানুষের কাছে ফ্রীল্যান্সিং সেবা পৌঁছে দেবার লক্ষে ২০১৩ সালে শুরুর দিকে যাত্রা শুরু করে বিডি টিউনস। তখন থেকে আমরা নিরলস ভাবে কাজ করে যাচ্ছি দেশের যুবক সমাজকে বেকারত্ব থেকে বের করে স্বাবলম্বী করে গড়ে তোলার। তবে এটা আমাদের একার পক্ষে সম্ভব নয়। ফ্রীল্যান্সিং এর মাধ্যমে অতি সহজে এই বেকার যুব সমাজ হয়ে উঠতে পারে দেশের ভবিষ্যৎ। এই লক্ষ্যকে সামনে রেখেই আমরা কাজ করছি।


আমাদের উদ্দেশঃ 

আমাদের একমাত্র লক্ষ্য হল দেশের যুবক এবং বেকার সমাজের লোকদের ফ্রীল্যান্সিং এর দিকে আগ্রহী করা। এতে করে তারা যেমন পাবে নিজের আত্ম কর্মসংস্থান ঠিক তেমনি এটি দেশের জন্য বয়ে আনবে কল্যান। আর ফ্রীল্যান্সিং ই পৃথিবীর একমাত্র পেশা যেখানে শিক্ষাগত যোগ্যতার কোন প্রয়োজন নেই। যা দরকার তা শুধু সঠিক জ্ঞান এবং কাজ করতে পারা এবং তার সাথে কাজ করার মন মানসিকতা।

আমাদের গৃহীত পদক্ষেপঃ 


ফ্রীল্যান্সিং এর সেবা যাতে এদেশের সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে তার জন্য আমরা ইতিমধ্যেই বেশ কয়েকটি প্রকল্পের উদ্যোগ নিয়েছি। এর মধ্যে রয়েছে মান সম্মত টিউটোরিয়াল প্রদান। যেহতু আমাদের দেশ একটি গরিব রাষ্ট্র এবং এখানকার অধিকাংশ মানুষের পক্ষেই সম্ভব নয় ১০-২০ হাজার টাকা নস্ট করে ফ্রীল্যান্সিং এর কাজ শেখা। তার জন্যই আমরা তৈরি করছি বিভিন্ন বিষয়ের উপর টিউটোরিয়াল। আপনাদের জন্য এই টিউটোরিয়াল ফ্রীতে দেখার এবং ডাউনলোড করার সুযোগ রয়েছে। এছাড়াও ইন্টারনেট এর গতি কম থাকলে আপনারা অতি অল্প মূল্যে আমাদের কাছ থেকেও টিউটোরিয়াল সংগ্রহ করতে পারবেন। তবে আমাদের লক্ষ্য একটাই, আপনারা ফ্রীতে বা টাকা দিয়ে যেভাবেই টিউটোরিয়াল সংগ্রহ করুন না কেন, আপনাদের যেন একদম বেস্টটাই দেয়া হয় সেই চেষ্টাই করি সবসময়।

আমাদের চেস্টাঃ


১. আপনাদের ফ্রীল্যান্সিং সম্পর্কে একটি সঠিক ধারনা প্রদান
২. এমনভাবে টিউটোরিয়াল তৈরি করা যাতে করে আপনাকে ঐ বিষয়ের উপর আর কোন প্রাতিষ্ঠানিক কোর্স করতে না হয়
৩. ফ্রীল্যান্সিং নিয়ে বিভিন্ন প্রতারনা সম্পর্কে সাধারন জনগণকে সচেতন করা
৪. অনলাইনে সত্যিই আয় সম্ভব- এবং এটা কোন ক্লিক টু আর্ন সিস্টেম নয়, এখানে আপনাকে বাস্তব জীবনের মতই কাজ করে আয় করতে হবে- এ ব্যাপারে সঠিক দিক নির্দেশনা প্রদান
৫. বেকার এবং সামান্য শিক্ষাজ্ঞান সম্পন্ন যুব সমাজকে ফ্রীল্যান্সিং এর দিকে আনা

আমরা দুঃখিতঃ 


এর কাজের চাপের মাঝখানেও আপনাদের জন্য কিছু করতে চেয়েও অধিকাংশ সময় আমরা অনেক কিছুই করতে চেয়ে পারি না। যেমনঃ কথা ছিল ইতিমধ্যেই নতুনদের জন্য আরও অনেক টিউটোরিয়াল যেমনঃ C and C++ বের করে ফ্রীতে দেয়া হবে কিন্তু সময় স্বল্পতার কারনে এখনও টিউটোরিয়াল তৈরির কাজই শুরু করতে পারি নি। আসলে আমি বলতে গেলে একাই কাজ করছি। তবে ইনশা-আল্লাহ অতি শীঘ্রই আরও বড় কিছু করব। আশা করি সবাই সাথেই থাকবেন।

সবাইকে ধন্যবাদঃ

দেশের যুব সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে অনেকেই কাজ করে চলেছেন নিরলস ভাবে। যারা যারা ফ্রী টিউটোরিয়াল দিয়ে দেশের উন্নয়নে ভূমিকা রাখছেন তাদের জন্য আমার আন্তরিক ধন্যবাদ এবং উৎসাহ রইল।