রবিবার, ৫ জুলাই, ২০১৫

Android এ চালান যেকোন Java Apps ও Games কোন ঝামেলা ছাড়াই

আমরা অনেকেই নিজের Android এ java গেমস খেলতে
চাই কিন্ত পারিনা। আমি আজ আপনাদের জানাতে
চলেছি কিছু উপায় যার মাদ্ধমে আপনি সহজেই খেলতে
পারবেন (jar/jad) গেমস।
যা যা প্রয়োজন-
একটি রুটেড Android
jbed.zip ফাইল ↓↓↓নিচে link দেয়া আছে
CWM /TWRP RECOVERY ইনিস্টলেড।
তা নাহলে Root Explorer এপ।
http://ad_f.ly/1KD8SD (ad এর পরে '_' কেটে দিন)
আপনার মোবাইল এ যদি cwm/twrp ইনিস্টলেড থাকে
তাহলে আপনি সরাসোরি CWM/TWRP recovery থেকে
ZIP ফাইল টা ইনিস্টল করুন

জেনে নিন !! আসলেই কি ফেসবুক একাউন্ট হ্যাক করা যায় ? যদি যায় তাহলে কিভাবে ? এবং হ্যাক হওয়ার হাত থেকে বাঁচার উপায় !!

আসসালামু আলাইকুম !! কেমন আছেন সবাই ? আমি আছি আপনাদের সাথে !! আজ আমরা জানবো আসলেই কি ফেসবুক একাউন্ট হ্যাক করা যায় ? যদি যায় তাহলে কিভাবে ?

এখন তোলপাড় করা টপিক হচ্ছে ফেসবুক  একাউন্ট হ্যাক !! এটা নিয়ে মাথা ঘামায় না এমন  লোক খুজে পাওয়া দায় ! আসলেই কি একাউন্ট হ্যাক করা যায় ??
হ্যাঁ আসলেই ফেসবুক আইডি হ্যাক করা সম্ভব !! তবে ফেসবুকের কোনো ত্রুটি বের করে কিংবা তাদের সিকিউরিটি ব্রেক করে নয় !!
তাহলে কিভাবে ? মনে প্রশ্ন আসতেই পারে !!

ঈদ অফার! ১জিবি ৩জি ডাটা বাংলালিংকে ৮৭টাকা /এয়ারটেলে ৮৯টাকা/রবিতে ৮৯টাকা!

পবিত্র মাহে রমজান ও ঈদ উপলক্ষে সকল মোবাইল অপারেটরদের ঈদ অফার ঘোষণার ধুমধাম আয়োজন চলছে। বাজারে যেমন বিক্রেতা খদ্দের আকর্ষণে যত্তসব অফার দেয়, তেমনি বাংলাদেশের মোবাইল অপারেটররাও সেই একই প্রতিযোগিতায় নেমেছে। যে যত পারে ঈদকে কেন্দ্র করে একের পর এক অফার দিয়ে চলেছে। গ্রাহকরাও সেইসব অফার লুফে নেওয়ার সুযোগ ছাড়ছে না।
তেমনি, এবার বিশেষভাবে ১জিবি ইন্টারনেট স্পেশাল প্যাকেজটি মোবাইল অপারেটররা সস্তায় ৮৭-৮৯ টাকায় দিচ্ছে। অর্থাৎ,  ১জিবি ৩জি ইন্টারনেট বাংলালিংকে ৮৭টাকা, এয়ারটেলে ৮৯টাকা, রবিতে ৮৯টাকায় পাওয়া যাবে। চলুন জেনে নেই রবি, বাংলালিংক, এয়ারটেলের ১জিবি অফারগুলো!

অ্যাফিলিয়েট মার্কেটিং এর পদ্ধতি সমূহ।

স্বাগতম
আসসালামু আলাইকুম।কেন জানি আমার মনে হচ্ছে আপনারা সবাই ভালো আছেন। আশা করছি ভালো আছেন। অনেক দিন ধরেই ভাবছি আপনাদের জন্যে আরেকটি টিউন করব, কিন্তু ব্যস্ততার জন্যে হয়ে উঠেনি। আজ একটু সময় পেয়েছি তাই ভাললাম আপনাদের জন্যে একটি টিউন করে ফেলি। ব্যস্ততার কথা বললাম বলে ভেবেন যে বড় সড় কোন।ফ্রীলাঞ্চের বা কোন বড় ধরনের কাজের ব্যক্তি। আমি আগেই বলেছি এখানে যে ভাইয়ারা আছেন আমি তাদের তুলনাই অতি নগন একজন মানুষ মাত্র। কিন্তু একজন মানুষ, তাই আমারও রুজি রুটির প্রয়োজন আছে, সেটাই যোগার করার জন্যে এতদিন ব্যস্ত ছিলাম। যাই হোক আজ যেহেতু এসেছি তো আসার কারণটা ও বলা যাক। আজ আমি এসেছি আপনাদের অ্যাফিলিয়েট মার্কেটিং সম্পর্কে আরো কিছু ধারণা দেওয়ার জন্যে। তো চলুন শুরু করা যাক। আগের টিউন-এ আমি আপনাদের বলেছিলাম অ্যাফিলিয়েট মার্কেটিং কী? আজ বলব অ্যাফিলিয়েট মার্কেটিং কত প্রকার ও কি কি এবং একটি পদ্ধতি সম্পর্কে কিছুটা ধারণা দিব। যদি কেউ নতুন থেকে থাকেন তাহলে অ্যাফিলিয়েট মার্কেটিংকি তা এই লিঙ্ক থেকে জানতে পারবেন।
আসুন জেনে নেই তাহলে,

ব্লগিং করে আয় করতে চান? জেনে নিন ব্লগ থেকে আয়ের অন্যতম ৪টি উপায়।


অনলাইন আয়ের অন্যতম জনপ্রিয় একটি ক্ষেত্রে হয়ে দাঁড়িয়েছে ব্লগিং! ব্লগিং করে মিলিয়ন মিলিয়ন ডলার আয় করছেন বিশ্বের সেরা প্রফেশনাল ব্লগাররা। তাহলে আপনি পারবেন না কেন? অবশ্যই পারবেন!

ফেসবুকের মাধ্যমে কীভাবে ইনকাম করবেন?

প্রস্তাবনা: ফেসবুক শত্রু নাকি ফেসবুক বন্ধু?

একথা বললে বেশি বলা হবে না যে, আমাদের দিনের বেশিরভাগ সময়ই কাটে ফেসবুকে কানেক্ট থাকা অবস্থায়। ফেসবুকের অপব্যবহারের ফলে শুধুমাত্র বাংলাদেশেই ঘটছে কত কত ঘটনা। ধর্ষণ, ইভটিজিং, হয়রানি ইত্যাদি নানারকম সমস্যায় পড়ছে অনেকেই প্রতিনিয়ত, প্রতিদিনই।
কিন্তু ফেসবুক তো এই জন্য তৈরি হয়নি। ইস্পাতের ছুরি যখন একজন ডাক্তারের হাতে থাকে তখন সেটা হয়ে উঠে জীবনদানকারী আবার এই ছুরি-ই যখন একটা চোর-বাটপার-ছিনতাইকারীর হাতে পড়ে তখন সেটা হয়ে যায় জীবন ধ্বংসকারী।
আমার মতে ফেসবুক আসলে সেরকমই। আপনি যদি এটাকে ভালো কাজে লাগান তাহলে এটা আপনার আশির্বাদ বয়ে আনবে। আবার অপব্যবহারে এটা হতে পারে আপনার ক্ষতির কারণ। এখন কীভাবে ফেসবুক ব্যবহার করবেন সেটা আপনারই বিবেচনা।
আজকের আমাদের এই লেখায় ফেসবুকের কিছু পজিটিভ দিক তুলে ধরবো। ফলে আশা করবো, এখন থেকে ফেসবুক আপনার কাছে শুধু আড্ডাবাজীর জায়গাই হবে না, ফেসবুক টাকা ইনকামেরও একটা ব্যবস্থা করে দেবে আপনার জন্য। চলুন সেসব কিছু গাইডলাইন-ই জানবো আজকে।

SHAREit এর পিসি বা ল্যাপটপ ভার্সন ডাউনলোড করে নিন আর ফাইল শেয়ার করুন দ্রুত গতিতে।

আসসালামু আলাইকুম।
কেমন আছেন সবাই ? আশা করি সবাই ভালোই আছেন। আজ আপনাদের সাথে শেয়ার করবো SHAREit এর পিসি বা ল্যাপটপ ভার্সন। আপনারা হয়তো অনেকেই জানেন SHAREit এর একটি উইন্ডোস ভার্সন আছে৷ কিন্তু আমি এটি সম্পর্কে জানতে পারি কিছু দিন আগে৷ সম্প্রতি আমি আমার ফোন থেকে একটি ফাইল আমার পিসিতে ট্রান্সফার করার প্রয়োজন হয়েছিল৷ কিন্তু তখন ডাটা কেবল খুজে পাচ্ছিলাম না এবং লেপটপের ব্লুটুথ ও কাজ করছিল না৷ তখন গুগলে সার্চ করলে আমি এই সফ্টওয়্যারটি সম্পর্কে জানতে পারি৷ এক কথায় বলতে পারি পিসিতে ব্যবহার করার অভিজ্ঞতা অসাধারন৷

জিপিতে এখনই নিয়ে নিন ৩ জিবি ৩জি ডাটা মাত্র ১০০ টাকায়


গ্রামীণফোন
১০০ টাকায় 3 জিবি + একটা নতুন সিম!!!

অবশেষে ঢাকা কলেজে চালু হলো ফ্রি ওয়াইফাই

দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে আজ বৃহস্পতিবার ঢাকা কলেজে আনুষ্ঠানিকভাবে চালু হলো ফ্রি ওয়াইফাই ইন্টারনেট। এ সেবার উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

ফ্রিল্যান্সিং এ ১ ডলার প্রতি ঘন্টা থেকে ৩৩ ডলার প্রতি ঘন্টা আয় করার সাফল্য

আমি শুরু করেছিলাম ঘন্টায় ১ ডলার আয় দিয়ে। এখন ফ্রিল্যান্সিং এ আমার আয় ঘন্টায় ৩৩ ডলার। নতুনদের অনুপ্রেরনা যোগানোর জন্য এই পোস্ট।
ধন্যবাদ! শুরুতেই বলে রাখছি আমি নিজের বাহাদুরি জাহির করার জন্য এই পোস্ট লিখছি না।
আমার এই আয় কারো জন্য হয়তো কিছুই না; আবার যারা নতুন তাদের জন্য হয়তো অনেক কিছু। আমার এই কেস স্টাডি পড়ে হয়তো কেউ নতুন উদ্দমে কাজ করার শক্তি পাবে।
২০০৯ সালের দিকে আমি অলরেডি ব্লগিং করে টাকা আয় করছি। আমি তখন মাসে মাত্র ৫০-৬০ ডলার আয় করতাম।

কখনো কি অবজেক্ট আসলে কি এইটা নিয়ে ভেবেছি ?

একটা কালো বিলাই এর কথা চিন্তা করি চলুন । সবার মাথাতে হয়তো একটু হলে ও কালো বিড়াল না হোক সাদা বিড়াল এর ধারনা চলে আসছে । যদি আপনার ইমেজ প্রোসেসিং মেমোরি ওতোটা খারাপ না হয় ।
আমার এখন একটা কালো বিড়াল অবজেক্ট লাগবে কারন আমি জাভা প্রোগ্রামে একটা সাদা বিড়াল রেখে দিয়েছি যার সাথে কালো বিড়ালের বিবাহ দিবো ।
ওকে রিয়াল লাইফ এর কালো বিড়াল তো আর আমি ধরে কম্পাইলার এর কাছে নিয়ে যাইতে পারবো না । তাই চলুন একটা কালো বিড়াল এর কালার ছবি তুলি এবং একে জাভা প্রোগ্রামের মাধ্যমে জীবন্ত করে তুলি ।
কালো বিড়ালঃ
প্রথম প্রশ্নঃ কালো বিড়াল দেখতে কেমন ? একটা বিড়ালের আসলে কি কি বৈশিষ্ট থাকলে
তাকে অমরা কালো বিড়াল বলবো ?

হতে চান গ্রাফিক্স ডিজাইনে সফল? তবে আপনার জন্যই লেখাটি!

নতুন গ্রাফিক্স ডিজাইনারের প্রথম লক্ষ থাকে, সে একদিন অনেক বড় মাপের গ্রাফিক্স ডিজাইনার হবে, তার ডিজাইন করা প্রডাক্ট গুলো সারা বিশ্ব ছাড়িয়ে পড়বে পাশাপাশি এক সময় ভালো আয় করবে। কিন্তু অন্য ৮/১০ টা প্রফেশনের মত ডিজাইনিং সেক্টরেও ক্রিয়েটভিটির গ্রো করিয়ে নিয়ে ট্রেন্ডের কাজ করে যেতে দরকার কঠিন পরিশ্রম আর সঠিক গাইড লাইন, তাহলেই সম্ভব সফল হওয়া আজকে আমি আপনাদের সাথে আমার ব্যক্তিগত কিছু অভিজ্ঞতা শেয়ার করবো যা আপনাকে অবশ্যই অনুপ্রাণিত করবে বহুলাংশে।

# আপনি যা করতে পারেন না, সে বিষয়ে জানার আগ্রহ বাড়ান

ধরুন গ্রাফিক্স ডিজাইন শেখার জন্য বা আরও বিস্তারিত জানার জন্য ওয়েবে ঘোরাঘুরি করছেন, হঠাৎ আপনি সুন্দর এক ওয়েবসাইটের ভিজিট করলেন, আর আপনার মনে হল আপনিও যদি এমনটা করতে পারতেন, কেমন হত তবে? হ্যাঁ আপনিও পারবেন, তবে আপনাকে তাৎক্ষনিক কিছু প্রশ্ন মনে আনতে হবে এবং নিজেকেই সেই প্রশ্নের সমাধান করে করে আনতে হবে। নিচের প্রশ্ন গুলো দেখুন…

মিডিয়াম বাজেটের জন্য Symphony Xplorer ZVI চরম একটা Smart Phone

আশা করছি সবাই ভালো আছেন।
মিডিয়াম বাজেটের মধ্যে যারা বেশ ভালো Features এর Smart Phone কিনতে চাচ্ছেন
Symphony তাদের জন্য নিয়ে এসেছে Symphony Xplorer ZVI।
Symphony Xplorer ZVI এ কি কি থাকছে জানতে নিচের Features গুলো পড়ুন।

আপনার ওয়েবসাইটে সহজেই যোগ করুন যেকোন কীবোর্ড শর্টকাট শুধুমাত্র Mousetrap ইউজ করে আর আপনার সাইটকে করে তুলুন আরও বেশী ইউজার ফ্রেন্ডলি 34

টেকটিউনসের সবাইকে শুভেচ্ছা। আশা করি সবাই ভাল আছেন। আমিও বেশ ভাল আছি। আজ আমরা একটা বেশ এক্সেপশনাল টপিক নিয়ে আলোচনা করব। আমরা সাধারণত ওয়েব ব্রাউজের সময় মাউস ই বেশী ইউজ করি। কারণ, আমরা হয়ত ওয়েব সাইটের কীবোর্ড শর্টকাটগুলো জানি না, না হলে ওয়েবসাইটে কীবোর্ড শর্টকাট থাকে না।
তবে ব্রাউজারে ডিফল্টভাবে কিছু কীবোর্ড শর্টকাট যোগ করে দেওয়া হয় ইউজারের সুবিধার জন্য। যাই হোক, আমাদের বিষয় এটা না। আসলে সত্যি কথা বলতে গেলে কীবোর্ড শর্টকাট আমাদের অনেক টাইম সেভ করে এবং অনেক দ্রুত কাজ করার একটা সুযোগ করে দেয়। আমরা আজ দেখব কীভাবে আপনার ওয়েবসাইটে কীবোর্ড শর্টকাট সেট করা যায়।

বাংলা ব্লগিং এর জন্য অসাধারণ একটি ব্লগার টেমপ্লেট

বাংলা ব্লগিং এর জন্য আজ আমি আপনাদের জন্য নিয়ে এলাম একটি অসাধারণ টেমপ্লেট।
টেমপ্লেটটির নাম হলোঃ Smooth Mag Full Width V1.1 Responsive Templete
টেমপ্লেটটির মূল সোর্স হলো ব্লগারস্পাইস।
অসাধারণ কালারের সমন্বয়ে বানানো এই টেমপ্লেটটি একবার হলেও দেখে নিতে পারেন।

ওয়ার্ডপ্রেস থিম দিয়া সহজে অনলাইন শপিং সাইট বানান, থিম ১০০%ফ্রি

আসসালামু আলাইকুম
কেমন আছেন সবাই
আশা করি সবাই ভাল আছেন  ! আর আমিও আপনাদের দোয়ায় ভাল আছি।
খুব  সহজে  আপনি  পসন্দের সাইট   বানাতে  পারবেন ওয়ার্ডপ্রেস থিম দিয়া
আমি আপনাদের কে  আজ 0$ এর চমৎকার একটি  ওয়ার্ডপ্রেস থিম
(ওয়ার্ডপ্রেস থিম একদম বিনামূল্যে দিসছে ওয়ার্ডপ্রেস.org)
আশা করি সবার ভাল লাগবে এই থিম টি।
থিম টির নাম হল: Dustland Express a fully styled WooCommerce

DEXTOP COMPUTER / LAPTOP কে WiFi Hotspot বানান ১ মিনিটে (নতুন নিয়ম)

যারা পিসি ইউজার তারা চাইলেই সফটওয়্যার দিয়ে তাদের পিসি কে WiFi Hotspot করতে পারবেন না। কারন পিসি তে Lan Card / Built in WiFi adapter থাকে না। তাই বলে কি WiFi ইউজ করবেন না পিসি ইউজাররা ??
হ্যাঁ অবশ্যই WiFi Hotspot করবেন কিন্তু তার জন্য আপনাকে ১টা ডিভাইস কিনতে হবে যার দাম ৫০০ টাকা। সেই ডিভাইসটি আপনার পিসি তে LAN CARD হিসাবে কাজ করবে। ফলে আপনি মাত্র ৫০০ টাকার মধ্যে পুরো পিসি কে WiFi হটস্পট করে ফেলতে পারছেন এমন কি আপনার পুরো বাসাকে। জাস্ট USB PORT এ লাগাবেন Pendrive এর মত। Range: 1000 scrft পর্যন্ত। একসাথে ৩০ টা ডিভাইস ইউজ করা সম্ভব।
একটা সফটওয়্যার লাগবে : এখান থেকে ডাউনলোড করুন ইন্সটল করে তারপর ডিভাইস টি পিসি তে লাগান। অটো কনফিগার হয়ে যাবে। কিছুই করতে হবে না।

ওডেস্ক তো আপওয়ার্কে পরিবর্তন হয়ে গেল। কিন্তু তারপর?

আমি রুমি। আমি সরাসরি ফ্রিল্যান্সার না হলেও আমার আব্বু আম্মু ফ্রিল্যান্সার। তাই তাদের সাথে আমাকেও মাঝে মাঝে কাজ করতে হয়।

যারা SEO শিকতে আগ্রহী, তাদের জননে কিছু কথা।

যারা সার্চ ইঞ্জিন অপাটিমাইজেশন (SEO) বা ব্লগিংয়ের সঙ্গে জড়িত আছেন তারা অনেকেই জানেন এবছর সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন [SEO] এর ক্ষেত্রে অনেক পরিবর্তন এসেছে। বিশেষ করে গুগলের সর্বশেষ পেঙ্গুইন ও পান্ডা আপডেটের পর এসইও রিলেটেডদের নতুন করে ভাবতে হচ্ছে। এই দুইটি আপডেটের পর অনেকেই সার্চ ইঞ্জিনে ভালো অবস্থানে এসেছেন আবার অনেকেই ফল করেছেন। বিশেষ করে ব্যাকলিংকের ক্ষেত্রে অনেক প্রভাব পড়েছে গুগলের এই ডাটাবেজ আপডেটের ফলে। আর ব্যাকলিংকের ক্ষেত্রে যে বিষয়টি কাজ করে সেটি হলো অ্যাংকর টেক্সট।
অ্যাংকর টেক্সট
প্রায় প্রতিটি টিউনের মধ্যেই হাইপারলিংক সহকারে টেক্সট থাকে, যেটি ঐ নিদ্দিষ্ট টেক্সটির রিলেটের পূর্বের কোনো টিউন বা অন্য কোনো ওয়েবসাইট বা সাইটের কন্টেন্টের লিংক বসানো থাকে। আপনি হাইপারলিংক করা টেক্সটির উপর মাউসের কার্সর নিলে যে টেক্সট দেখায় সেটাই অ্যাংকর টেক্সট।

যেভাবে বুটেবল করবেন আপনার পেন্ড্রাইভ সবচেয়ে সহজ পদ্ধতিতেঃ

আসসালামুআলাইকুম।কেমন আছেন বন্ধুরা?টেকটিউনে এটা আমার তৃতীয় টিউন।কোন ভুল-ত্রুটি হলে মাফ করে দিবেন।
আমরা অনেকেই নেট থেকে উইন্ডোজ ডাওনলোড দেই।এই উইন্ডোজ গুলো থাকে ISO ফাইল হিসেবে।এগুলো রাইট করার জন্য আমাদের সিডি প্রয়োজন হয়।এই সিডি কিনতে অনেক অর্থ খরচ হয় এবং রাইট করতে সময় লাগে যা আমরা সঞ্চয় করতে পারি।তাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কীভাবে সহজে এবং কম সময়ে আপনি আপনার পারসোনাল পেন্ড্রাইভ কে উইন্ডোজের সিডি হিসেবে ব্যবহার করবেন।তো চলুন বন্ধুরা শুরু করা যাকঃ
আমারা যে সফটওয়্যার এর মাধ্যমে আমাদের পেন্ড্রাইভ বুটেবল করব তা Microsoft এর Official সফটওয়্যার।প্রথমে নিচ থেকে সফটওয়্যার টি ডাওনলোড করে নিন।

GP সিম এ নিয়ে নিন ৭৫ মেগাবাইট এর প্যাক এর সাথে ২ গিগাবাইট ফ্রি (যত খুশি তত)

আমি এই সাইট এ নতুন সংযুক্ত হয়েছি এবং এটাই আমার প্রথম টিউন,
আশা করি সবাই ভালো আছেন। আমিও আপঅনাদের দোয়ায় অনেক ভালো আছি।
আপনারা নিশ্চয় GP সিম এর বন্ধ থাকা সিম এর ২ গিগাবাইট ইন্টারনেট ফ্রি পাবার কথা শুনেছেন।
হ্যা GP বন্ধ থাকা সিম এ ২৯ টাকা রিচার্জ করে ৭৫ MB প্যাক টা চালু করলেই ৭২ ঘন্টার মধ্যে ২ গিগাবাইট ইন্টারনেট ফ্রি পাবেন, আমিও পেয়েছি।তবে চাহিদা অপেক্ষা একটু বেশিই বলতে পারেন...।। ৩ মাস বন্ধ সিম এ আপনি ৭৫ মেগাবাইট এর প্যাক টা যতবার কিনবেন ততবারই ২ গিগাবাইট করে ফ্রি পাবেন।

উইন্ডোজফোন ব্যবহার কারীরা কোথায়? নিয়ে নিন মারাত্মক এক ইউটিউব আপ্পস!! [Android থেকে ১০০% বেস্ট, নিশ্চিত!

স্মার্ট ফোন জগতে ধিরে ধিরে জাইগা বানিয়ে নিতে যাচ্ছে উইন্ডোজফোন। আমি সহমত যে Android একটা জিনিস! কিন্তু কিছু কিছু উইন্ডোজ ফোন ফিচার এবং আপ্পস আমার এতোই ভাল লাগে যা বলার মত না!! এক কথাই বলতে গেলে "Just Awesomez". গোটা উইন্ডোজফোন আপস স্টোর খুজেও ভাল কোনো Youtube আপ্পস ছিল না। বেশির ভাগ আপ্পস এ হলো ব্যাগ এ ভর্তি। তাছাড়া মাইক্রোসফট অবশ্য নিজেই একটি YouTube আপ্পস বানিয়েছে, যা পুরায় হাস্য কর। আসলে ওইটা কোনো আপ্পস না সুধু মাত্র ইউটিউব এর শর্টকাট। যেটা কিনা IE নির্ভরশীল।  যাই হোক, আজ আমি এমন এক ইউটিউব আপ্পস এর সাথে পরিচয় করিয়ে দেবো যা পুরায় মারাত্মক। এই আপসটি তে  সেই সকল ফিচার  আছে যা এত দিন আমি আপনি সকলেই খুজছিলাম!! অবশেষে তা উইন্ডোজ স্টোর এ ধরা দিলো। তো, চলুন না দেখেই আসি! কি আহা মরি আছে এই আপস টি তে!

আইফোন লক নিয়ে সমস্যা তাহলে এইদিকে আসুন (যেকোনো আইফোন এর লক খোলন তাও বিনামূল্যে)

Method 1: Working for All iPhone Series 4/4s/5/5s/5c/6
This method is eassy
For This method you must watch a video Click here to watch

Method 2: This method is too difficult                                                                                      (only works for iPhone 4)

এবার ললিপপ থিম করুন আপনার যেকোন এন্ডয়েড রুট মোবাইলে,কেও ধরতেই পারবে না।

আজ আমি যা দেখাব তা অনেকটা আপনার মনের মত হতে পারে,কারন এই পদ্ধতিতে আপনি আপনার স্টক রমে থেকেয় ললিপপ এর মজা নিতে পারবেন।
আপনার বন্ধুদেরকে বোকা বানাতে পারবেন।।
প্রথমে আপনার মোবাইল রুট করে নিতে হবে।
framaroot.apk playstore থেকে নামিয়ে রুট করুন।
ভিডিও সহ কিভাবে করবেন এবং যা যা লাগবে তা যিপ ফাইল এর ভিতর দেওয়া  আছে।
ভিডিওটি আমার করা বাংলা ভাষায় তাই বুঝতে কোন অসুবিধা হবে না
কিছু ছবি দেখে নিন।

Nokia pc suite ছাড়াই Pc তে নেট সংযোগ দিন শুধু মাত্র Bluetooth এর সাহায্যে,

আসসালামু আলাইকুম,
কেমন আছেন আপনারা ?
আশা করি ভালো আছেন। আপনাদের দোয়াই আমিও ভালো আছি।
আপনারা অনেকেই নোকিয়া মোবাইল এর মাধ্যমে PC তে নেট ব্যবহার করেছেন,  হ্যা আমিও করতাম,
এক্ষেত্রে Pc তে Nokia pc suite নামে একটা সফটওয়্যার ইন্সটল করতে হয়। এর পর ক্যবল  এর সাহায্যে কানেক্ট করতে হয়।
কিন্তু সফটওয়্যার বা ক্যাবল কোনোটাই ব্যবহার না করে আপনি চাইলে নেট সংযোগ দিতে পারেন।
প্রথমে আপনার ল্যাপটপ এর ব্লুটুথ অন করুন, তারপর PC থেকে যে মোবাইল এ কানেক্ট করবেন সেটি আড করেন,