বুধবার, ৮ জুলাই, ২০১৫

এবার রবিতে পাবেন ৫ টাকা ব্যবহারে ৫ এমবি ডাটা ফ্রি যতখুশি ততবার!!! সাথে ৫৮ অথবা ২৮ টাকা এবং টকটাইম ফ্রি!!!!


                            
আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সকলেই??? আশা করি আল্লাহর রহমতে ভালই আছেন। আজকের টিউটের মুল বিষয়টা হল রবি সিমকে নিয়ে চলুন সরাসরি টিউনে যাওয়া যাক।

আইফোন ৬এস বাজারে আসছে ১৮ সেপ্টেম্বর!

শোনা যাচ্ছে অ্যাপেলের আইফোন ৬এস বাজারে আসছে ১৮ সেপ্টেম্বর
শোনা যাচ্ছে অ্যাপেলের আইফোন ৬এস বাজারে আসছে ১৮ সেপ্টেম্বর

জেড৩ - স্যামসাং এর নতুন টাইজেন স্মার্টফোন

এ যাবত স্যামসাং জেড১ বিক্রি হয়েছে ১ মিলিয়নের বেশি। তবে তারপরে স্যামসাং বাজারে আর জেড২ আনেনি, বরং বিশ্ব বিখ্যাত প্রযুক্তিপন্য প্রস্তুতকারী প্রতিষ্ঠানটি এবার হাজির হতে যাচ্ছে টাইজেন অপারেটিং সিস্টেম পরিচালিত তাদের দ্বিতীয় স্মার্টফোন জেড৩ নিয়ে। অবশ্য স্যামসাং জেড৩ কোন অংশেই জেড১ এর মতো সাধারণ বৈশিষ্ট্যের ফোন নয় । এ সব তথ্য নিশ্চিত করেছে স্যামমোবাইল।

স্যামসাং জেড১
স্যামসাং জেড১ 
 

অ্যান্ড্রয়েড ব্যাবহার করেন? তাহলে ১০টি টিপস নিয়ে নিন

ব্যাবহার করেন তাহলে ১০টি টিপস নিয়ে নিনঅধিকাংশ ব্যবহারকারীর কাছেই অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম চালানো সহজ। আর অ্যান্ড্রয়েড একটি উন্মুক্ত প্ল্যাটফর্ম হওয়ায় যে কেউ এতে ইচ্ছেমতো পরিবর্তন করে পারে। আর এ কারণেই অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারকারীদের সুযোগ রয়েছে একে মনের মতো করে সাজিয়ে নেওয়ার। এতে প্রয়োজন অনুযায়ী যেমন ব্যাটারি লাইফ বাড়ানো সম্ভব তেমন গতিও বাড়ানো সম্ভব। এ লেখায় থাকছে অ্যান্ড্রয়েড ফোনের জন্য তেমন ১০টি টিপস।

স্মার্টফোন ও ট্যাবলেট ভালো রাখতে বেস্ট টিপস

স্মার্টফোন ব্যবহারের ক্ষেত্রে ব্যবহারকারীদের একটু অসতর্কতা বড় ধরনের সমস্যার কারণ হতে পারে। তাই ব্যবহারকারীদের আগে থেকেই সতর্ক থাকা প্রয়োজন। টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ বিষয়ে কিছু সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের পরামর্শ দেওয়া হয়েছে। পাঠকদের জন্য তুলে ধরা হলো-
ও ট্যাবলেট
১. স্মার্টফোন ও ট্যাবলেটের চার্জার আলাদা রাখুন। স্মার্টফোন ও ট্যাবের চার্জার একটি অপরটির সঙ্গে

কাস্টম রিকভারী ফ্লাশিং,রম ব্যাকআপ এবং কাস্টম রম ফ্লাশিং(CWM/TWRP)

কাস্টম রিকভারী

আমরা যারা কাস্টম রম ফ্ল্যাশ করতে চাই তাদের রম ফ্ল্যাশ করার সময় অনেক অপশন Format করার প্রয়োজন হয় যা Stock রিকভারীতে থাকেনা।এজন্য আমাদের CWM বা TWRP কাস্টম রিকভারী ইন্সটল করতে হয়।

Stock রম ব্যাকআপ

আমরা রুট করার পর অনেক কাজে ভুল করার সময় আমাদের সেট ব্রিকড হয়ে যায়।এমতাবস্থায় আমরা আমাদের ব্যাকআপ করা Stock রম Restore করার মাধ্যমে আমাদের ফোন আগের অবস্থায় ফিরিয়ে আনতে পারি।এজন্য আমাদের Stock রম ব্যাকআপ করে রাখতে হবে।